Tuesday, February 5, 2019

মোবাইল ফোনে চার্জ দেয়া অবস্থায় কথা বলবেন না।


মোবাইলের প্রসেসর নির্মাণ করা হয় অর্ধপরিবাহী পদার্থ দিয়ে। এবং এর ভেতর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন থাকে। যখন প্রসেসর তার কাজ করে তখন এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত চলাচল করতে থাকে। এবং এই দ্রুত চলাচলের সময় ইলেকট্রনগুলো নিজেদের ভেতর সংঘর্ষ ঘটায় এবং তাপ উৎপাদন করে। অর্থাৎ আপনার প্রসেসর যত বেশি কাজ করে তাপও ততো বেশি উৎপাদন হয়।

চার্জ দেয়ার সময় মোবাইল সাধারণত একটু গরম হয়ে যায় কারন মোবাইলের ব্যাটারির ইলেকট্রন সমূহ চলাচল শুরু করে। মোবাইল চার্জে লাগানো অবাস্থায় মোবাইল নেটওয়ার্ক ও দ্রুত চলাচল করা ইলেকট্রন একটা সাংঘর্ষীক অবস্থায় থাকে। সেইসময় যদি কেউ মোবাইল চার্জে লাগানো অবস্থায় ফোনে কথা বলে তবে সেই দ্রুত চলাচল করা ইলেকট্রন মানুষের শরীরেও প্রবাহিত হয়। কারন মানব শরীরে ইলেকট্রন প্রবাহিত হয়।

এই কারনে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে মুখমণ্ডল ও শরীর ঝলসে যেতে পারে। এমন অসংখ্য দুর্ঘটনার শিকার হয়ে মানুষ বার্ন ইউনিটে চিকিৎসকের শরণাপন্ন হয়। অনেকের অনেক ক্ষতিও হয়েছে যা পরবর্তীতে চিকিৎসায় সম্পূর্ণ রিকভারি হয়নি।

সুতরাং, কেউ মোবাইল ফোনে চার্জ দেয়া অবস্থায় কথা বলবেন না।
শেয়ার করে অন্যদেরও সচেতন করার অনুরোধ রইল।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment