Tuesday, February 12, 2019

স্মার্টফোনের বিস্ফোরণ ঠেকাতে করণীয়


স্মার্টফোন দুর্ঘটনার খবর আজকাল প্রায়ই শোনা যায়। এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে মেনে চলতে হবে কিছু কথা। তা না হলে এমন দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার বেলাতেও। দেখে নিন স্মার্টফোন বিস্ফোরণ রোধে করণীয় কী কী।

১. স্মার্টফোনে বিস্ফোরণের অন্যতম মূল কারণ হিসেবে সামনে এসেছে ওভার-চার্জিংয়ের বিষয়টি। বেশিরভাগ ইউজারই রাতে ঘুমানোর সময় সারা রাত ধরে ফোনে চার্জ দিয়ে থাকেন। আর বেশি সময় ধরে চার্জ দেওয়ার ফলেই ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যায়। তাই, ফোন ফুল-চার্জ হয়ে গেলেই ফোনটিকে আন-প্লাগ করুন। 

২) ফোন চার্জ করার সময় কখনই সেটের উপর কোন জিনিস রাখবেন না। এতে ওভার-হিটিংয়ের সমস্যা বেশি দেখা যায়। ফলে, খুব তাড়াতাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া, ফোন চার্জিংয়ের সময় কখনই মুভি দেখবেন না অথবা গেম খেলবেন না। এতেও ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যেতে পারে। 

৩) ফোন চার্জের সময় ইয়ারফোন ব্যবহার বা ফোনে কথা বলার সময় চার্জ দেবেন না। দীর্ঘসময়ের জন্য ফোন চার্জ দেওয়ার সময় কোন গরম জায়গা বা সরাসরি রোদের মধ্যে রেখে চার্জ দেবেন না। যেটি বাড়িয়ে দিতে পারে হিটিং ইস্যুকে। সব সময় সম্ভব না হলেও চার্জ দেওয়ার সময় ফোনটির কেসটিকে রিমুভ করে নিন।

৪) স্মার্টফোন চার্জের সময় ব্যবহার করুন স্মার্টফোনটির নিজস্ব ব্রান্ডের চার্জার। ভুয়া বা অন্য ব্রান্ডের চার্জার ব্যবহার ফোনে বিস্ফোরণ ঘটানোর কারণ হতে পারে। চার্জারের মতই অনেক স্মার্টফোনের ব্যাটারিও বদলের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে, নির্দিষ্ট স্মার্টফোন সংস্থাটিরই ব্যাটারি ব্যবহার করুন। অনেক সময়ই অন্য সংস্থার ব্যাটারি ব্যবহার হয়ে থাকে। যা দুর্ঘটনার সম্ভবনাকে বাড়িয়ে দিতে পারে।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment