Tuesday, February 12, 2019

ফোন চার্জ—এ লাগানো অবস্থায় কথা বলবেন না।


ঢাকা মেডিকেল কলেজের বার্থ ইউনিটের প্রতিষ্ঠাতা ডা. সামন্তলাল সেন এই বার্তা প্রচারের আহবান জানিয়েছেন যাতে জানানো হয় যে, তাঁরা অনেক রোগী পান, যারা মোবাইল ফোন চার্জ দিতে দিতে কথা বলছিলেন, মোবাইল সেট বিস্ফোরিত হয়েছে এবং কানে, মাথায়, চোখে মারাত্মক দহন নিয়ে এই রোগীরা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে এসেছেন।
মোবাইল ফোন চার্জ দিতে দিতে কথা বলবেন না। সংযোগ খুলে দিয়ে কথা বলুন। তারপর আবার চার্জ—এ দিন।
আপনার প্রিয়জন আর বন্ধুদের নিরাপত্তার স্বার্থে এই পোস্টটি শেয়ার করে দিন।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment